একটি বিজয়
একটি গল্প মহান ত্যাগের।
একটি বিজয়
একটি গল্প অনুরাগের।
একটি বিজয়
একটি কাব্য স্বপ্ন-গাঁথার।
একটি বিজয়
একটি কাব্য দুঃখ-ব্যথার।
একটি বিজয়
একটি নাটক রণাঙ্গনের।
একটি বিজয়
একটি নাটক করুণ গানের।
একটি বিজয়
অনেক গানের সুর-লহরী।
একটি বিজয়
জীবন নদীর ঢেউয়ের তরী।
একটি বিজয়
অনেক স্বপ্ন বাস্তবতার।
একটি বিজয়
একটি গল্প স্বাধীনতার।