বিজয় দিবস সংখ্যা ২০২১

একটি বিজয়  

হাই হাফিজ

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:১০ পূর্বাহ্ণ ; 378 Views

একটি বিজয়
একটি গল্প মহান ত্যাগের।
একটি বিজয়
একটি গল্প অনুরাগের।

একটি বিজয়
একটি কাব্য স্বপ্ন-গাঁথার।
একটি বিজয়
একটি কাব্য দুঃখ-ব্যথার।

একটি বিজয়
একটি নাটক রণাঙ্গনের।
একটি বিজয়
একটি নাটক করুণ গানের।

একটি বিজয়
অনেক গানের সুর-লহরী।
একটি বিজয়
জীবন নদীর ঢেউয়ের তরী।

একটি বিজয়
অনেক স্বপ্ন বাস্তবতার।
একটি বিজয়
একটি গল্প স্বাধীনতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *