মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এপ্রিল একটি ফুলের নাম 

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

২১ এপ্রিল, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ

কবিতা

ভুল বিভ্রমে তোমাকে তাজা সুগন্ধি ফুল ভেবেছিলাম।  

এ্যারোমা পার্ফিউমে প্লাস্টিকের পুষ্প তুমি পহেলা এপ্রিল!

এপ্রিলের ইতিহাসে মিশে গেছে- 

তোমার পদচিহ্ন, উড়ন্ত আঁচল।

ভুয়া বা ভুল সংবাদ ছেপে বোকা বানানোর দিন,

সুগারের স্থালে সোল্ড মেশানোর দিন,

৩২ মার্চ ১৩৮১ রাজা রিচার্ড আর রানী এ্যানের বাগদানের দিন,

তোমার ঐতিহাসিক টাটা দেয়ার দিন।

এপ্রিল একটি ফুলের নাম। একটি ভুলে নাম। 

একটি উড়ন্ত আঁচল।

ভ্রান্তি মিশ্রিত রসিকতার প্রতারণা, মিষ্টি দুষ্টুমি এবং মজার মিথ্যে

মিথ্যে তুমি দশ পিঁপড়ে, তুমি একটি এক এপ্রিল!