মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

এস এম খলিল বাবুর তিনটি ছড়া

এস এম খলিল বাবু

২৫ মার্চ, ২০২৩ , ২:২১ অপরাহ্ণ

এস এম খলিল বাবুর তিনটি ছড়া

‌১.

তোমার ঘ‌রে আ‌লোর নাচন

এখন চে‌য়ে দে‌খি

‌চোখ মে‌লি‌য়ে ফ্যাল‌ফে‌লি‌য়ে

শুধুই চে‌য়ে থা‌কি!

আমারও‌তো ই‌চ্ছে ক‌রে 

‌তোমার কা‌ছে বস‌তে

আমারও‌তো ই‌চ্ছে ক‌রে

একটু খা‌নি হাস‌তে।

আমার ম‌নের স্বপ্নগু‌লো

‌কে ক‌রে‌ছে পণ্ড

প্রশ্ন জা‌গে ভালবাসায়

আজ কে বে‌শি ভণ্ড।

(২)

ভালোবাসি তাকে

কত কথা মনে পড়ে 

মনে পড়ে যাকে

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি তাকে ॥ 

তাকে ছাড়া বাঁচি না 

তার হাসি  দেখি না 

তাকে নিয়ে হৃদয়টা করে হইচই

আজ তাকে হারানোর ব্যথাগুলো সই ॥

আজ থাকি দু’জনে দুই দি‌কে মুখ

আমি নেই ব্যথাগুলো সে খোঁজে সুখ।

(৩)

ভাষার লড়াই চলে

বায়ান্নতে ভাষার লড়াই

একাত্তরে যুদ্ধ

স্বাধীনতা পেলাম বলে

পাকবাহিনী ক্ষুব্ধ।

লড়াই চলে প্র‌তি‌দি‌নেই

লড়াই চলে মুক্তির

লড়াই চলে বানান নি‌য়ে

লড়াই চলে যুক্তির॥