ওরাই স্বাধীন

ফজলে রাব্বী

২৬ মার্চ, ২০২২ , ১১:৩১ পূর্বাহ্ণ ; 395 Views

ঠিক কতটা আমরা স্বাধীন বলতে কি কেউ পারো?

দেশটা জুড়ে চলছে কীসব আছে হিসেব কারো?

স্বাধীন এখন সেসব মানুষ নয় জননী বোন

স্বাধীন দেশে করছে যারা শান্তিতে ধর্ষণ।

স্বাধীন মানুষ প্রতিদিনই পকেট ভরায় ঘুষে

আমজনতার রক্তে গড়া দেশটাকে খায় চুষে।

আজকে দেখো স্বাধীন দেশে দোষটি করেও যারা

রাজার বেশে ঘুরছে সুখে স্বাধীন মানুষ তারা।

ফজলে রাব্বী
Latest posts by ফজলে রাব্বী (see all)

Comments are closed.