মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কবিতা আমার বাংলাদেশ

হাই হাফিজ

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:২৬ অপরাহ্ণ

কবিতা আমার বাংলাদেশ

ভোরের রক্তরাঙা সূর্য হতে নিয়েছি টকটকে লাল, 

অবারিত ফসলের মাঠ আর প্রকৃতির মনকাড়া সবুজ, 

হৃদয়ের সবটুকু অনুভূতি, পরিপুর্ণ ব্যকুলতা 

আর সঞ্চিত সোনালি স্বপ্ন দিয়ে সাজিয়েছি 

অনবদ্য কথামালা অপরূপ অলংকারে, 

আমার কবিতা, আমার বাংলাদেশ। 

সমুদ্রের ঢেউ হতে কুড়িয়েছি সাহসী গর্জন, 

পাহাড়ের সুদৃঢ় উচ্চতা হতে উদারতা এক বুক, 

সীমাহীন আকাশের নীল হতে স্বপ্নের আবির, 

আদিগন্ত বিশালতা হতে এনেছি মুক্ত স্বাধীন, 

উড়ে চলা মেঘ হতে এক পশলা প্রশান্তির বৃষ্টি 

আর শব্দ-ছন্দের জলরঙে কেটেছি আঁচড় 

মনের শুভ্রতামাখা সফেদ পাতায় সযতনে, 

আমার কবিতা, আমার বাংলাদেশ। 

দুপুর বিকেল আর গোধূলির বর্ণালী রঙ হতে 

ফোঁটা ফোঁটা মেখে নিয়েছি আগামীর পথচলা, 

রাতের আঁধার হতে নিস্তব্ধতা, জোনাকির আলো, 

গভীর ঘুমের এক বর্ণহীন ভাষা হতে স্বর্গীয় প্রশান্তি, 

স্বপ্নের বিবর্ণ রঙ হতে সংগ্রামী জীবনের আলো, 

সূর্যরাঙা কথামালা, ছন্দময় শব্দের গাঁথুনি, 

আমার কবিতা, আমার বাংলাদেশ।