মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কবি’র ক্যামেলিয়া 

রাইয়ান অভি

২৫ মার্চ, ২০২৩ , ২:৩৬ অপরাহ্ণ

কবি'র ক্যামেলিয়া 

কবি বলেছিলেন “ক্যামেলিয়া মরে গেছে টবে, পানি নয়, তোমার অভাবে “।

আমি শুনে বললাম ক্যামেলিয়া মরে গেছে ঠিকই তবে নতুন জীবনে সে সুখীও তো হতে পারে। কারণ  তার ফুরিয়ে যাবার কালের সুগন্ধে মাতোয়ারা হবে তারই রেখে যাওয়া মুহূর্তগুলো। তখন হয়তো তাকে ক্যামেলিয়া কেউ ডাকবে না কিন্তু তার ফেলে যাওয়া সুঘ্রাণ বাতাসের কোলে ভেসে তার নাম বলে যাবে “ক্যামেলিয়া “। আর তখন তার থাকবে না একটা তুমির অভাব, বরং সে মরে যাবে বেঁচে থাকার অভাবে।