মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

কুয়াশার চাদরে

এম এ শোয়েব দুলাল

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:৩১ অপরাহ্ণ

কুয়াশার চাদরে

এখন কুয়াশার চাদরে
মুখ ঢেকেছে সূর্য সরষে ক্ষেত।
আমার রাত কেটে যায়
যুদ্ধের গল্প শুনে শুনে।

কবি কাব্যে অক্ষর শব্দ বর্নরা
বিষাদ কুয়াশা কেড়ে নিয়ে
আমার নিভু নিভু দ্বীপে ছড়ায়
আশা ভালবাসার সবুজ পাতা।

আমার উঠোনে অতিথি পাখিদের আনাগোনা
আপন মনে পাখিরা গেয়ে উঠে
এই সেই সব হারানোর দেশ যেখানে
মধ্য দুপুরে গাছের নিচে নির্যাতিতার ছায়া ভাসে।

ততই রোমেনার, চকচকে চোখ
নিলার মমতা মাখানো হাসি ফিরে নিয়ে যায়
কৈশোরে সোদা মাটির গন্ধে
আমার মধ্য যৌবনে।

ভাপা পিঠে, পোড়া আলু, রসের হাঁড়ি নিয়ে
কাড়াকাড়ি এখন আর নেই।

এক সময় গল্পের সমাপ্তি আসে
ইথারে ইথারে ভেসে উঠে
কাজী এহিয়ার মতো আলিমের কন্ঠ
কেমন আছো? এইতো
তবু আশা তবু আলো
কবি কাব্যে হাবুডুবু শব্দের ছড়াছড়ি
অক্ষর বিন্যাসে।