অমর একুশে: চিরায়ত কবিতামালা

কোন এক মাকে

আবু জাফর ওবায়দুল্লাহ

২১ ফেব্রুয়ারি, ২০২২ , ১০:৪৭ পূর্বাহ্ণ ; 408 Views

“কুমড়ো ফুলে ফুলে

নুয়ে পরেছে লতাটা,

সজনে ডাঁটায়

ভরে গেছে গাছটা,

আর আমি

ডালের বড়ি শুকিয়ে রেখেছি।

খোকা তুই কবে আসবি ?

কবে ছুটি?”

চিঠিটা তার পকেটে ছিল

ছেঁড়া আর রক্তে ভেজা।

“মাগো, ওরা বলে

সবার কথা কেড়ে নেবে।

তোমার কোলে শুয়ে

গল্প শুনতে দেবে না।

বলো, মা,

তাই কি হয়?

তাইতো আমার দেরি হচ্ছে।

তোমার জন্যে

কথার ঝুরি নিয়ে

তবেই না বাড়ি ফিরবো।

লহ্মী মা,

রাগ ক’রো না,

মাত্রতো আর ক’টা দিন।”

“পাগল ছেলে,”

মা পড়ে আর হাসে,

“তোর ওপরে রাগ ক’রতে পারি !”

নারিকেলের চিড়ে কোটে,

উড়কি ধানের মুড়কি ভাজে,

এটা-সেটা

আর কত কী !

তার খোকা যে বাড়ি ফিরবে

ক্লান্ত খোকা।

কুমড়ো ফুল

শুকিয়ে গেছে,

ঝ’রে পড়েছে ডাঁটা,

পুঁই লতাটা নেতানো

“খোকা এলি ?”

ঝাপসা চোখে মা তাকায়

উঠানে উঠানে

যেখানে খোকার শব

শকুনীরা ব্যবচ্ছেদ করে।

এখন

মা’র চোখে চৈত্রের রোদ

পুরিয়ে দেয় শকুনীদের।

তারপর

দাওয়ায় ব’সে

মা আবার ধান ভানে,

বিন্নি ধানের খই ভাজে,

খোকা তার

কখন আসে কখন আসে!

এখন

মা’র চোখে শিশির-ভোর

স্নেহের রোদে ভিটে ভরেছে।

 

[আবু জাফর ওবায়দুল্লাহ (৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ – ১৯ মার্চ, ২০০১) বিংশ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। … ১৯৮২ সালে তিনি বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *