একটুখানি ঘুমিয়েছিলাম বিকেলে-
জেগে দেখি শরীরটা নেই!
তখনও নেভেনি আগুন আরতি নদীর পাড়ে।
খুব কাছ থেকে দেখি শরীরটা কুঁকড়ে যেতে যেতে
মিশে গেল চিতার গহ্বরে-
তারপর হতে ভাসমান, বনে বাঁদাড়ে, প্রাসাদে প্রান্তরে
দরদী হলের সামনে-
পাগলটা হঠাৎ মরে গেল। সবাই দেখছিলো লাশ
আমিও ক্লান্ত, আর সেদিন হতেই শুরু হলো
বেওয়ারিশের ভেতরেই আমার বসবাস
যদি আবার চুরি হয়-
এই ভয়ে পাগলটা ঘুমায় না বারোমাস