উপভাষা, ভালোবাসা

গরু সমাচার

সিরাজ আহমেদ

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:১৩ অপরাহ্ণ ; 453 Views

নিত্তোয় তো রে ঘোরে চোরে

সুযোগ যদিল পায়

কাটপে দড়ি করবে চুরি

থাকপে না উপ্যায়।

অমুক গেরাম তমুক গেরাম

সবার মুকোত বাও

আগরি নেজে আত্রি-জেগে

গোয়াইলটা সামলাও।

ময়নার মাওঁ বুজিয়া বাও

বিচেনা একান ধরি

গরুর সাতে পুত্তি আইতে

থাকে গোয়াইলে পড়ি ||

 

পোষা গরু ছাওয়ার নাকান

ভাত-কাপড়া যোগায়

চোর মরা-রা খুব বেয়ারা

চুরির তকনে বেড়ায়!

গরুর সাতে এক বিচনাতে

আগড়ে ময়নার মাও,

চট-ফেলাও তোমরাগুল্যাও

যদিল বাঁচপ্যার চাও ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *