আমার একটা ছোট্ট ঘরে
বই-পুস্তকে ভরা
বয়স এখন ষাটের উপর
শরীরে তাই জরা।।
পুরস্কার আর সম্মাননা
কোথায় রাখি বলো
একটুখানি জায়গাও নাই
দেখবে যদি চলো।।
পড়ার টেবিল তালি দেয়া
বই যে গাদা গাদা
জামা কাপড় না কিনে সে
বই কিনে এই গাধা ।।
চেয়ারখানার গদি ছেঁড়া
পথশিশুর জামা
একই ঘরে ঘুমাই আমি
লক্ষ্মী ইঁদুর মামা।
লিখতে লিখতে একুশ খানা
আরো লেখা ছয়
টাকা পয়সা চিনে না সে
না বোঝে ছয় নয় ।।
বিরল চুলের টেকো মাথায়
গান-কবিতায় ভরা
পকেটখানি শূন্য থাকে
চৈত্র মাসের খরা।।
জন্মদিনটি পালন করে
মুড়ি-রসুন দিয়া
দুচার জনা ছোট ভাই আর
বন্ধু কজন নিয়া।।