গোপন স্তবগুলো প্রার্থনা ছিলো
সে সংগীতের সুর জানো তুমি
হারমোনিয়াম কোন স্কেলে তুললে
সমস্ত রাগ মোচন হয়
সখি তাও জানো।
কেবল আমার ভোরবেলার আচরণ তুমি
মেনে নাওনি বলে
অনুরাগগুলো চৈত্র শেষের বৃক্ষ।
বৃক্ষের বেদনারা সবুজ পাতায়
আঁকবে গাছ
তুমি গানদিদিমনি। আমায় সুর দাও।