অর্থ পাচার তথ্য পাচার হচ্ছে পাচার
দেশের লোক।
আমরা নাচার,
অন্ধ চোখ।
পাতি নেতার লম্বা হাত
করছে তারাই বাজি মাৎ
আমজনতা কুপোকাত।
চলছে ভাষণ চলছে শাসন বাড়ছে আসন
দলের লোক
সত্য কথন
বন্ধ চোখ।
দেশের টাকা হচ্ছে লুট
দুর্নীতিবাজ হচ্ছে ফুট
ছি! বুড়ি তোর গোল্লাছুট।
[গ্রন্থনা: মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ। ছড়াটি প্রথম মুগ্ধতা ডট কমেই প্রকাশিত হয়, গত ৯ আগস্ট, ২০২১ একেএম শহীদুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে ]
(এ কে এম শহীদুর রহমান, জন্ম: ১৯ জানুয়ারি, ১৯৪১, মৃত্যু: ৯ আগস্ট, ২০২০)