আন্ধার রাইতোত
চোখ খুলি দ্যাখো
তোমরা নাই পাশোত।
গোস্বা হইছেন!
কোনটে গেইছেন!!
তোমরা কাছোত না থাকলে
কষ্টোত ছটফট করো
বুক টা ফাটি যায়।।
এত্যি উত্যি চ্যায়া দ্যাখো
খালি আন্ধার আর আন্ধার।।
এ্যাকনা পরে জানলা খুলি
বাইরোত দ্যাখো
বেলা হ..ই.. ল নাকি!!
ফুল ফোটেছে, কাউয়্যা চ্যাচায়ছে
তোমরা কোনঠেও নাই ক্যানবা।।
তোমাক খুঁজতে খুঁজতে
হাপসি গেনু।।
রাইত হইলেই তোমার স্বপোন
চোখোত ভাসে।।
মোর কান্দোনোত
দেওয়াও কান্দে।।
গোস্বা না হন
কাছোত আইসো,
একনা ভালোবাসো।।