ঘরে ফিরা আইসো বন্ধু বইসো শূন্য পিঁড়ায়

রফিকুল হক দাদুভাই

২৬ মার্চ, ২০২২ , ১১:৫২ পূর্বাহ্ণ ; 363 Views

ঘরে ফিরা আইসো বন্ধু

পাইতা থুইছি পিড়া,

জলপান যে করতে দেব

ইরি ধানের চিড়া।

শালি ধানের চিড়া ছিল

বিন্নি ধানের খই,

কোথায় পাবো শবরীকলা

গামছা বাঁধা দই!

জান মেরেছে খান পশুরা

বর্গী সেজে ফের

আগুন জ্বেলে খাক করেছে

দেশটা আমাদের।

প্রাণের বন্ধু ঘরে আইলা

বসতে দিমু কিসে;

বুকের মধ্যে তোমার বাণী

রক্তে আছে মিশে।

বঙ্গবন্ধু তোমার আসন

বাংলাদেশের মাটি,

মনের মধ্যে পাতা আছে

প্রীতির শীতলপাটি।

[বঙ্গবন্ধুকে নিয়ে দেশে প্রথম ছড়া লেখেন রফিকুল হক দাদুভাই (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৩৭, মৃত্যু: ১০ অক্টোবর, ২০২১)  । লন্ডনে চিকিৎসা শেষে ১৯৭২ সালের ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু দেশে ফেরেন। সেদিনের পূর্বদেশে বিশেষ সংখ্যা বের হয়। এই বিশেষ সংখ্যার নামকরণ করা হয় দাদুভাইয়ের ছড়া। ছড়াটি দেশবাসীর মনে জায়গা করে নিয়েছিল।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *