তন্ন তন্ন আকাশ খুঁজি
চাঁদ পাই না তাকাইলে
যথাসময় চাঁদ উঠেছে
ঠিক দেখছি মোবাইলে।
চাঁদ উঠেছে হাজার হাজার
ঐ সবার ফেসবুকে
রেডিও টিভি পত্রিকাতে
খোঁজ নিই কোন্ দুখে?
হরেক রকম চাঁদ পাওয়া যায়
ম্যাসেজ ম্যাসেঞ্জারে
শতশত বন্ধু আমার
পোস্টাইছে পোস্টারে।
ঈদ শুভেচ্ছা ঈদের বাণী
আসছে উড়ে ঝাঁকে
এরই সাথে ঈদ সেলামী
পেতাম যদি ফাঁকে।