মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

চাঁদ উঠেছে মোবাইলে

মাসুম মোরশেদ

২ মে, ২০২২ , ৫:৪৪ অপরাহ্ণ

ঈদ সংখ্যা - ২০২২

তন্ন তন্ন আকাশ খুঁজি

চাঁদ পাই না তাকাইলে

যথাসময় চাঁদ উঠেছে

ঠিক দেখছি মোবাইলে।

 

চাঁদ উঠেছে হাজার হাজার

ঐ সবার ফেসবুকে

রেডিও টিভি পত্রিকাতে

খোঁজ নিই কোন্ দুখে?

 

হরেক রকম চাঁদ পাওয়া যায়

ম্যাসেজ  ম্যাসেঞ্জারে

শতশত বন্ধু আমার

পোস্টাইছে পোস্টারে।

 

ঈদ শুভেচ্ছা ঈদের বাণী

আসছে উড়ে ঝাঁকে

এরই সাথে ঈদ সেলামী

পেতাম যদি ফাঁকে।

মাসুম মোরশেদ
Latest posts by মাসুম মোরশেদ (see all)