উপভাষা, ভালোবাসা

ছল কললু মোর সাতে

এস এম ইতি 

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:৪০ অপরাহ্ণ ; 389 Views

মন, রিদয়, শরীল সোগ দিয়্যা ভালোবাসনু

থুবার পালু না মোক,

তোর জন্যে দ্যাশ ছারনু পর হইল সোগ।

বাপ কাঁন্দে মাও কাঁন্দে আ্যাইদ্যারা ভাই বোইনোক নিয়্যা,তেও না মোর মন গলিল

ওমার পানে চ্যায়া।

তোর সাতোত সুকোত থাকিম এইনা ভাবিয়্যা

আইজ মোর সোগ গেল কায়ো না দ্যাকে চ্যায়া

তোর সাতে আইসার পরে নয়া নয়া কয়দিন

ভালোবাসা দিছিস মোক উয্যার করিয়াঁ।

প্যাটে যখন ভাত চায়,পরন চায় কাপড়

ভালোবাসা গেল তোর তখন,অন্যের ভিতর

ভালে থাকিস বন্দু তুই নয়াঁ সাতি নিয়াঁ।

দোয়া করিস মোর তেগুন,

আল্লাহ যেন মোর দিনগুল্যা কোন রকম যায় নিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *