কেটা তোমরা মবিল কচ্চেন
কেটা বাহে তুই ?
আউ মোক চিনিস ন্যাই
হামার বাড়ির মুই !
ও বু কতা শোন
তুই কী অমপুর আসপু
হেটে তুই ম্যালা ম্যালা
অংগের মেলা দেকপু।
টাওন হল ম্যালা বড়
ঢাক ঢোল বাজে
নাটক দেকায় নাচ দেকায়
আজা বাতশা সাজে।
পাবলিক নাইবেরীর বড়ো মাট
ম্যালা অনুষ্ঠান হয়
কতো নেতা যায় আসে
কতো কতা কয়।
শহীদ মিনার আচে সাতে
ফুল দিয়া ভরে
শহীদদের স্মরণ করি দেয়
ফুল তামার তরে।
গণতাগার আচে আরও
আসে মানুষ তাতে
ভাষার মাসে বই মেলা
গনতাগারের মাটে ।
আশপাশে ম্যালা ম্যালা
কবি নেকোকের ঘর
মিলিমিশি বানায় বই
নোয়ায় কেউ কারো পর।
বড়ো বড়ো মেডিকোল
ম্যালা ম্যালা দাক্তার
অসুক নিয়া আচ্চিল
পুব পাড়ার সাত্তার ।
চিকনি বিল সুরভি উদ্দেন
চিড়িয়াখানা আচে
বাগ ভাল্লুক হরিণ আরও
বান্দর কতো নাচে।
চিড়িয়াখানাত ভূতের বাড়ি
দেকলে নাগে ভয়
বড়ো বড়ো দোকানোত গেলে
স্যার স্যার কয়।
ভাইজ্যানোক নিয়া আয়
কয়দিন ব্যাড়ে যাবু
ফুচক্যা চটপটি আরও
ভালো মন্দ খাবু।