মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

জাকির আহমদ এর ছড়াগুলো 

জাকির আহমদ

২১ এপ্রিল, ২০২৩ , ১০:৫৭ অপরাহ্ণ

হামার অমপুর

অমপুর হামার অঙ্গে ভরা
অঙ্গীন হামার মন
অঙ্গীন দ্যাশোৎ হামার আছে
সাত আজার ধন।

বেগম ওকেয়ার জন্ম হইল
হামার অমপুরোত
এশশাদ মামুর জন্মও কিন্তু
হামার বাড়ির গোড়োত।

প্রধানমন্ত্রী শ্যাখ হাসিনা
তায়ো হামার নোক
বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার
জন্যে হামার শোক।

(২)

দেশটাতো ভাই আমার দেশ
আমার মাতৃভূমি
এদেশেতেই থাকবো আমি
বাঁচবো যতদিনই।

এদেশ আমার এদেশ তোমার
এদেশ তাদের নয়
তাদের সাথে লড়তে হবে
আসবে মোদের জয়।

জঙ্গী বা তার সঙ্গীরা হোক
থাকুক যতই শক্তি
তাল পাবে না উড়ে যাবে
দিলে একটা চুটকি।

(৩)

সত্য হলে শক্তি থাকে
মিথ্যে হলে ভয়
সত্যকেই ধারণ কর
মিথ্যেকে নয়।

মিথ্যে দিয়ে সাময়িক
ভালো থাকা যায়
সত্যের জয় হবেই হবে
জেনো নিশ্চয়।

(৪)

একটি ছড়ার মন ভালো নেই
একটি ছড়ার ভালো
একটি ছড়া আলোয় ভরা
একটি ছড়া কালো।

একটি ছড়ার কষ্ট অনেক
একটি ছড়া দুঃখের
একটি ছড়ায় দুঃখ যে নাই
সেই ছড়াটি সুখের।

(৫)

শিশুরাতো ফুলের মতো
ছোট্ট সুন্দর ফুল
ফুলগুলোকে ভুল শিখিয়ে
আমরাই করি ভুল।

শিশুরাতো পাখির মতো
ছোট্ট সুন্দর পাখি
সেই পাখিদের আঁখি দিয়ে
দেখাই মোরা ফাঁকি।

শিশুরাতো পবিত্র হয়
নিষ্পাপ হয় মন
সেই শিশুদের ভালো কিছু
শেখাই প্রতিজন।

জাকির আহমদ
Latest posts by জাকির আহমদ (see all)