বিকেলের ঝিমিয়ে পড়া শহরে
কিংবা শহর ছেড়ে বহুপথ দূরে,
যেখানেই যাই শুধু তোমার স্মৃতি
যেন বেদনার হু হু বাতাসের মতো জড়িয়ে ধরে
আমার জীর্ণ হওয়া শরীরে, চোখের সকেটে।
ফেলে আসা সেই দিনগুলো
সেই সোনালি স্বপ্নগুলো
এখনো অবিরাম চোখে ভাসে,
আমার নিঃসঙ্গতা, একাকিত্ব
এখনো তোমার কথা বলে।