শিল্পীর কাছে সুরটা বেজায়
কবির কাছে বর্ণ,
আমার মাঝে হাসির ছটা
হরেক জ্ঞানের স্বর্ণ।
(২)
ছোট্ট পাখি টুনটুনি
কণ্ঠে নাচে ঝুনঝুনি,
স্বাধীন-স্বাধীন গান জুড়ায়
বসত যে তার ঘর কোনায়।
(৩)
শিশু কিশোর ডাক পারি
বাড়ি রে তোর কোন টারি,
কোন্ বা টারির জলকণা
দেশ সাজাবি বীর সেনা।