অপেক্ষা করি রোজ তোমাকে দেখতে পাওয়ার আশায়। রোদেজলে ভিজে, ক্ষয়ে যাওয়া স্যান্ডেলে ভর করে ছুটে যাওয়ার এই যে প্রবণতা; আমাকে সাক্ষ্য দেয় অন্তহীন ভালোবাসার গৌরব।
অতঃপর অপেক্ষায় আর উপেক্ষায় বার্ধক্য গ্রাস করে আমাকে। নুয়ে পড়া শরীর, কুঁজো হয়ে হাঁটাচলা, চোখের মণিতে মাংস জমা; আমাকে গাঢ় অন্ধকারে নিমজ্জিত করে রাখে।
এখন অপেক্ষা করছি, একদিন আকাশের তারা হয়ে তোমাকে দেখে দেখে হেঁটে যাবো বেহেশতের পথে।