তোমাকে দেখতে পাওয়ার আশায় 

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

২ মে, ২০২২ , ৫:৩১ অপরাহ্ণ ; 334 Views

অপেক্ষা করি রোজ তোমাকে দেখতে পাওয়ার আশায়। রোদেজলে ভিজে, ক্ষয়ে যাওয়া স্যান্ডেলে ভর করে ছুটে যাওয়ার এই যে প্রবণতা; আমাকে সাক্ষ্য দেয় অন্তহীন ভালোবাসার গৌরব।

অতঃপর অপেক্ষায় আর উপেক্ষায় বার্ধক্য গ্রাস করে আমাকে। নুয়ে পড়া শরীর, কুঁজো হয়ে হাঁটাচলা, চোখের মণিতে মাংস জমা; আমাকে গাঢ় অন্ধকারে নিমজ্জিত করে রাখে।

এখন অপেক্ষা করছি, একদিন আকাশের তারা হয়ে তোমাকে দেখে দেখে হেঁটে যাবো বেহেশতের পথে।

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *