মোর নাকান করি কায় আর দেখি থাকপে। কার আর এতগুলা ঠ্যাকা। তোমাক দেকপে বিলি এতদূর ঘাটা। কায় আর ভাঙি ভাঙি আসপে।
ওপাকে দ্যাওয়া ডাকে, আস্তা ঘাটে পানি দিয়া ভরা। হামরা পানিত ভিজি, হামরা ওইদোত শুকি। তোমার দুয়ার বিলি হাঁটি। এমন করি কায় আর হাঁটি আসপে। যে তোমরা দুয়ারে না খোলেন?