বসিয়া আচোং নদীর পাড়োৎ
মনটা খারাপ বাহে,
একনা দূরোত ঘুরি দোকোং
মোরে দিকোৎ চাঁয়ে!
শরোম নাগিল, কীযে শরোম
মুখটা ঘুরি আচোং,
কইম কী বাহো, ফকফকা তায়
মনটা নাচোং নাচোং!
কং না কতা, বসিয়া আচোং
আসমান দোকোং চেয়া,
ভেতরটা মোর করচে হু-হু
যায়চে বেলা বয়া!
ক্যানে বা তায় মনোৎ পড়ি
কাচোৎ আসি কয়,
ক্যানবা মনোৎ দমকা বাতাস
উতাল-পাতাল বয়!
দেখনু তাকে, মায়া নাগিল
কনু ভেতর খুলি,
চোকটা দিয়া মোক তাঁকেয়া
গালাৎ পড়িল ঝুলি!