উপভাষা, ভালোবাসা

পিরিতের জ্বালা

মাধব চন্দ্র

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:১৭ অপরাহ্ণ ; 373 Views

আজ কালকার চেংরি গুল্যাক কিছুই না যায় কওয়া

ভালো মন্দ কতা কইলে গালত দেয় হোটা।

সেদিন মুই ক্যানেবা গেনু মরার টং খ্যানত

সইক চেংরি ঘিরি ধরি বসিল মোর বগলত।

কবার না পাং সবার না পাং আছোং চেপটা নাগি

ওমরায় ওমরায় ইসারা করে হাসে মুসকি মারি।

ওমার হাসি দেখি মোর পিত্তা যায় জ্বলি

কি কইম আর কিনা কং ভয় নাগে খালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *