প্রিয় নিলু,তুমি নাকি চইলা যাইবা? যাইয়ো…
পদ্ম দীঘির একটা তুমি- পদ্ম হইয়া থাইকো
জোনাক পোকার- একটা তুমি- আঁধার বাতি জ্বাইলো
গগন পানে- মেঘমালাতে- বৃষ্টি হইয়া আইয়ো
জারুল বনে- ভেজা পাতায়- পরী হইয়া সাইজো
ছোট্ট খুকি- ঘুমের মতন- শিমুল বালিশে ঘুমিয়ো
আলতো করে- কাজল রেখা- দু নয়নে আঁইকো
ধানের শীষে- শিশির ভেজায়- একটু আমি ছুঁইবো
ড্রাগনের- এক ফালিতে- একটা টুকরো- খাইবো
সজনে পাতায়- শিশির ভেজায়- তৃষ্ণা কণ্ঠ ভিজাইবো।