মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বাস্তুহারা স্মৃতিদের চিহ্ন

আফরোজা রিকা

২১ এপ্রিল, ২০২৩ , ১১:১৪ অপরাহ্ণ

কবিতা

অতি বিস্তারের তুলাদণ্ডে স্মৃতির চিহ্ন মুছে, মানুষেরাই বাস্তুহারা স্মৃতিরে ডাকায়ে বলি- “ওগোওও যাবার কালে  শুনে যাও! ‘আমি নই, আমরা নই, আমরা নই ;

এর জন্য ঐ, বেহুদা মুনাফাই দায়ীই…!’

আমরা মানুষেরা কেউ কেউ মাতৃ মায়ার চিহ্নে,পিতৃ মায়ার চিহ্নে,

শরিকানার জ্যামিতিক চিত্র এঁকে হঠাৎ-ই বিশিষ্ট হই! 

দীর্ঘ সিদ্ধির শতরঁচে টেক্কা দানের চাতুরীপনায় সামন্ত নৃপতিরা হাত-পা, আবেগ খুলে মাথারে যতনে রাখি । হাঁটবার আনন্দ হারায়ে তাহারেই ডেকে বলি-ওগোওও, শুনে যাও, আমি নই, আমরা নই; আমরা নই; আমরা নই; এর জন্য ঐ  বেদ্দপ পুঁজিতন্ত্রই দায়ীইই…!

তারপরও বাস্তুহারা স্মৃতির চিহ্ন নিশ্চিহ্ন করে;  অভিযোজ্য মমতার ততোধিক সম্পূট খুলে; গনগনে চিতায় পুড়ায়া ক্যান কেউ বিলাপ করে কও! ক্যান কেউ  বিনুনি পেঁচায়ে কাঁন্দে ! 

ক্যান বলে ফের,’মনে রাইখ্যো এই আমারে’…!