মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বিজয় তুমি

আবু হাসনাত মুহাম্মদ সাজু

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:১২ অপরাহ্ণ

বিজয় তুমি

বিজয় তুমি জীবন মাঝে

ভালোবাসার গান

বিজয় তুমি নিয়ে এলে

সুখ অফুরান।

বিজয় তুমি মায়ের হাতে

কুলোয় ভরা ধান

বিজয় তুমি আধার রাতে

জ্যোৎস্না মাখা চাঁন।

বিজয় তুমি আকাশ মাঝে

মুক্ত পাখির ডানা

বিজয় তুমি ফুল বাগানে

ফুল ফুটালে নানা।

বিজয় তুমি ভুলিয়ে দিলে

পরাধীনতার গ্লানি

বিজয় তুমি বীর বাঙালির 

রক্তের কাছে ঋণী।