বিজয়ের মাসে—
একটি ভোরেও দেখিনি মাকে হাসতে
সোনালি রোদের আলোয় ঝলমলে
সেই সকালে—
মাকে দেখি কোরআন পড়তে,
বিজয়ের মাসে আলোর মিছিলে—
যায়নি কখনো মা।
মায়ের জ্বলজ্বলে চোখের সামনে ভেসে ওঠে—
লাল আর সবুজের মাখামাখি।
বলেছিলো, বাবা আসবে ফিরে আলোর ঝর্ণা হয়ে
বিজয়ের দিন আসে ফিরে—ফিরে
আসে না বাবা আর যে ফিরে।