বিজয় দিবস সংখ্যা ২০২১

বিজয় পাখি

রেজাউল করিম জীবন

১৬ ডিসেম্বর, ২০২১ , ১২:১০ পূর্বাহ্ণ ; 480 Views

বন্ধু পাখি কোথা থেকে
আসছো উড়ে আমার দেশে
বিলে ঝিলে আহার করে
থাকতে পারো আপন বেশে।

বন্ধু হলে বলবে আমায়
দেখবো তোমার মন্দ ভালো
সুখের দুখের গল্প হবে
অন্ধজনের দিবোই আলো।

শুনবে তুমি দেশের কথা
কেমন করে আসলো ভাষা
রক্ত দিয়ে স্বাধীন করে
নিলাম কিনে স্বাধীন বাসা।

সবুজ শ্যামল নদী-নালা
সোনার খনি মাটির দানা
আমরা হলাম বীরের জাতি
আপোস ছাড়া হারতে মানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *