আচ্ছা, তুমি কি কখনো চায়ের সাথে বিরহ খেয়েছ?
-নাহ্! বিরহ কি বিস্কিট নাকি যে চায়ের সাথে খাওয়া যায়?
একবার প্রচণ্ড ঝুম বৃষ্টির সাথে বিরহ পড়লো আমাদের বাড়ির টিনের চালের উঠানে
তারপর পানির মতো বিরহ গড়িয়ে গড়িয়ে এই স্রোতস্বিনী যমুনার প্রবাহে হারিয়ে গেল!
অতঃপর ভেসে আসে কত করিমন জরিমনের শেকড় উপড়ানো সংসার গেরস্থালী
কত ছকমল আবেদ আলীর স্বপ্নবোনা ক্ষত বিক্ষত ছেড়া নকশীকাঁথা!