মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

ভগ্ননিবাস

বাদল রহমান

২১ এপ্রিল, ২০২৩ , ১১:১৯ অপরাহ্ণ

কবিতা

ভালোবাসার ঘরে সুখ ঢুকেছে যেই

কূট কীট চক্ষুশূল- বিষশূল হয়ে অাসে।

প্রণয়ের ভেতর ধীরে ধীরে জোটবাঁধে অবিশ্বাস

অশান্তি এসে ভাঙে স্বপ্নের ভিত্ ।

অাচমকা একদা-

ওগাঁয়ের একটু দূরে শৈল কপিলাস

ঐখানে কাব্যের সীতা যায় বনবাস।

ভাঙনের দীর্ঘশ্বাস নেয় অাশ্রয়- কবির অন্তর্নিবাসে ।