আজকে তুমি কোথাও যে নেই
ভাবতে ভীষণ কষ্ট হয়,
তোমার স্মৃতি তোমার ছবি
আছে তবু সব জায়গায়।
আছো তুমি মানচিত্রে আর
আছো তুমি পতাকায়,
অবদান আর ছোঁয়া তোমার
তবু আছে বাংলাময়।
আজকে তুমি কোথাও যে নেই,
ভাবতে ভীষণ কষ্ট হয়।
তোমার কথা স্মরণ করে
জাতি শোকে মূর্ছমান,
তুমিই তো শ্রেষ্ঠ বাঙালি
তুমি নেতা সুমহান।
তোমার সেই স্বাধীন চেতনা
রক্তে আজও বহমান,
বঙ্গবন্ধু- জাতির পিতা
শেখ মুজিবুর রহমান।