পরান গহীনে ম্যালা কষ্ট লোহিত, ম্যালা কষ্ট
হু হু করি ওঠে পেরান
কষ্টগুলা উতলি উতলি ওঠে
কাক কঁও পেরানের কতা
হাকাউ কাঁয় শোনে কার কতা
মানুষ কান্দে, মানুষ শোনে না
মানুষ কোন্টে-
মানুষ নাই-মানুষ নাইরে-মানুষ নাই।
ভুঁইপুত্র মুই- মানুষ কাড়ি নেয় মাইনসের ভুঁই
তুফান আইসে-
পাষাণ ভাঙি খান্ খান্ হয়্যা যায়
তুফান মাইনসের ঘর-বাড়ি ভাঙে
মানুষ মাইনসের ঘুম কাড়ি নেয়
জয়তু জয়তু কয়া জিতার নিশান উড়্যায়
হামার বুকখ্যান ফাঁটি চৌচির হয়্যা যায়
মানুষ আছিল-রে, মানুষ আছিল-
মানুষ চলি গ্যাইছে আসমানোত
কাঁয় আর ডাকাইবে জাইগব্যার
“কোন্টে বাহে জাগো সগায়” ।
মানুষ নাই বাহে, মানুষ নাই
ভুঁইপুত্র মুই- মাইনসে খায় মাইনসের ভুঁই
পরাণ গহীনে ম্যালা কষ্টরে সাকিল, ম্যালা কষ্ট
বুকখ্যান খাঁক হয়্যা গ্যাইছে
খাঁক হয়্যা গ্যাইছেরে, খাঁক হয়্যা গ্যাইছে…