উপভাষা, ভালোবাসা

মতিয়ার সমাচার

মিনার বসুনীয়া

১ ফেব্রুয়ারি, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ ; 376 Views

ক্যানে বাহে মতিয়ার তুই

গাছোত আছিস ঝুলি?

কোনটে তোর কাজুলি

আর কোনটে টুলটুলি?

 

জাহেদুল আর সাহেদুল

খুঁজি না পায় ক্যান

জীবন ক্যানে কানের গোরত

করে ঘ্যানোর ঘ্যান?

 

লাভলু কয় ঐ তো অয়

গাছোত ক্যানে ঝুলি!

হাসতে হাসতে পাগলা

শ্যাষোত কাজুলি টুলটুলি।

 

মোক ক্যানেতা ফাকোত ধরি

করেন টানাটানি!

কাজুলি আর টুুলটুলিতে

কীসের কানাকানি?

 

সে কথা আর না কন মামু

কাইলকা সান্জোত দ্যাখওঁ

থাউক সে কতা, সেইগলা কতা

ক্যামন করি ন্যাকও!

 

কানাকানি করে অটে

কাজুলি টুলটুলি

ফাকোত আসি মিনার আসি

ছাড়ে ক্যানে বুলি?

 

কী দেকচেন মিনার ভায়া

সান্ঝোত যায়া কাইল?

মোকও একনা কন তো খুলি

কপালখান কায় খাইল!

 

কনতো এ্যালা তোমরা গুলায়

মুই ক্যানতা ওটি?

কখন বা মোর চান্দির ভেতর

মেজাজটায় যায় চটি।

 

তো রে মেলাত বিয়ান বেলায়

এইগলা কতা রটে

চটা চটি খারাপ জিনিস

এইক না বুঝ না ঘটে ?

 

মরিস না আর ঐদ্যান করি

ওরে মিনার কবি

গাছের মাথাত ঝুলি থুইছে

মতিয়ারের ছবি।

 

তাকে দেখি লাভলু ভাইয়ের

গেইছে ঘুরি মাথা

জীবন খালি প্যাঁচাল পাড়ে

কওচে মুখোত যা-তা।

 

সাঈদ কোনা কাণ্ড দেখি

মুচকি মুচকি হাসে

জাহিদ কোনা শেষোত আসি

খাড়ায় ওমার পাশে।

 

গোপন কথা ফাঁস করি দ্যাও

নোয়ায় খালি টুলটুলি

পরকীয়ার লিষ্টে আছে

শেফালি ও বুলবুলি।

 

শেফালি আর বুলবুলি কি

এ্যাঁলাও এট্টে আইসে?

শুনছিনু মুই মতিয়ারের

কপাল ওমরায় খাইছে !

 

বাপের দেয়া হোন্ডা বেচে

করছিল ওয় ডেটিং

সেল ফোনেতে চুপিচুপি

করছে শুধু চ্যাটিং।

 

প্রেম করিয়া হইছে ফতুর

গেইচে ত্রিশ কাঠা

বলতে হবে মতিয়ারের

আছে বুকের পাঠা।

 

বুলবুলিতে ধান খেয়েছে

দুই’শ মন আর গম

শেফালিও সুন্দরি খুব

রেশমা কী সে কম?

 

জমি গ্যালো ধানও গ্যালো

গ্যালো হোন্ডা গাড়ি

প্রেমিকা সব চুইষা নিয়া

দিছে বিদেশ পাড়ি।

 

মতিয়ার আইজ মনের দুঃখে

হইছে যে দেবদাস

গাঞ্জা খ্যায়া গাছের মাথাত

নটকে থুইছে ফাঁস।

 

রেশমা ফির কায় বাহে?

কনতো খানিক খুলি

ঐ জইন্যে কি ক্ষ্যাপছে কাইল

কাজুলি টুলটুলি?

 

হয় বাহে আরো আছে

জুলি, কণা, সোনিয়া

থাকেন ক্যানে কয়টা আছে

দ্যাখোং হাতোত গোনিয়া।

 

তিতলি, ইমা, কলি, শানু

শ্যামা, তনু, সোমা,

এই বাজারোত মতিয়ারের

আছে কী আর কমা?

 

ক্যানে বাহে মতিয়ার তুই

গাছোত আছিস ঝুলি?

কোনটে তোর কাজুলি

আর কোনটে টুলটুলি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *