ঐযে দেখ চাঁদপাখিটা
আকাশ মাঝে আসে
তাইনা দেখে মাঠের ফসল
খলখলিয়ে হাসে।
সেই হাসিতে পাড়ার সকল
উঠল জেগে আজ
খুশির জোয়ার উঠলো ভেসে
নিয়ে নতুন সাজ।
নতুন সাজে খুশির ইদ
আসল ধরার বুকে
চোখে মুখে সুখের ছাপ
কে যে এবার রুখে।
সেই সুখেযে আশার কুসুম
চঞ্চলতায় নাচে
মনের মাঝে প্রীতির লতা
গজাক বিবেক গাছে।
স্নেহের ছায়া বিলাক সবে
মনের বিবাদ তাড়িয়ে
উড়ে চলুক সাম্যের পাখি
আকাশ বাতাস ছাড়িয়ে।
খোকার বাড়ির ফুল বাগিচায়
উঠল জেগে চাঁদ
নতুন জামা পরবে খোকা
জাগলো মনে সাধ।
ঘুম ধরে না, ঘুম ধরে না
কী যে খোকা করে
ঘুম ধরে না ঘরে খোকার
উঠল জেগে ভোরে।
নতুন জামা পরে খোকা
ইদের মাঠে যায়
সদ্য ফোটা গোলাপ যেন
খুশবু ছড়ায়।
ইদের মাঠে গিয়ে খোকা
ইদের নামাজ পড়ে
আজকে খুশির বাঁধ ভেঙেছে
খোকার মনের চরে।
খুশির দিনে খোকা বলে
মিলেমিশে থাকি
বাড়ির পাশে গরিব দুখী
একটু খেয়াল রাখি।