মশা আমাদের করছে ভাই
বেজায় করুণ দশা
সুযোগ পেলেই দিচ্ছে কামড়
গান শুনিয়ে ঠসা,
মশার কয়েল এরোসল
করছে ক্ষতি মানুষের
হচ্ছে না ওরা হতাহত
চলছে একি অত্যাচার?
মশারীতে ঢুকে গাইছে গান
আমার ঢুকার আগে
ক্লান্ত শরীর চলে না আর
ওদের পিছে ছুটে
মসকিউটো ব্যাট করছে না কাজ
শুধুই পটাস পটাস।
রংপুরবাসী পারছে না আর
রসিকের উপর হতাস।