মাটির অতল থেকে

বাদল রহমান

২ মে, ২০২২ , ৫:৩৬ অপরাহ্ণ ; 400 Views

আমি থাকবো না এই যাযাবর শহরে

যাব চিত্তহারিণী গাঁয়ে এই বৈশাখে

বৃক্ষশাখে পাখি ডাকা ভোরে

আনন্দের উত্থিল সুখে পান্তারপাতে

হাসি দেখবো দুরন্ত বালকের।

 

শৈশবের ধান কুড়ানির –

কুঁড়েঘরের চেনা অতিথি হবো

মোহন নদীর হাঁটুজলের জলকেলিতে

জলের কাছে চেয়ে নেবো হৃদয়ের অছেঁড়া সুখ।

 

আকাশের বর্গা টপকে যাবো না নীলিমার নীলের ভেতর

তারাদের জলশালয়ে গাইবো না চন্দ্রের গীত

রহস্যের গভীরে লুকাবো না দেহ

অগ্নিস্নান শেষে এই বৈশাখে রুদ্র ছোবলের প্রতিবাদী হবো।

 

চিত্তহারিণী গাঁয়ের –

আবাদি মাটির অতল থেকে তুলে আনবো

এক আঁটি জ্বলজ্বলে ফসল।

এই বৈশাখে আমি থাকবো না

এই যাযাবর শহরে  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *