আমি থাকবো না এই যাযাবর শহরে
যাব চিত্তহারিণী গাঁয়ে এই বৈশাখে
বৃক্ষশাখে পাখি ডাকা ভোরে
আনন্দের উত্থিল সুখে পান্তারপাতে
হাসি দেখবো দুরন্ত বালকের।
শৈশবের ধান কুড়ানির –
কুঁড়েঘরের চেনা অতিথি হবো
মোহন নদীর হাঁটুজলের জলকেলিতে
জলের কাছে চেয়ে নেবো হৃদয়ের অছেঁড়া সুখ।
আকাশের বর্গা টপকে যাবো না নীলিমার নীলের ভেতর
তারাদের জলশালয়ে গাইবো না চন্দ্রের গীত
রহস্যের গভীরে লুকাবো না দেহ
অগ্নিস্নান শেষে এই বৈশাখে রুদ্র ছোবলের প্রতিবাদী হবো।
চিত্তহারিণী গাঁয়ের –
আবাদি মাটির অতল থেকে তুলে আনবো
এক আঁটি জ্বলজ্বলে ফসল।
এই বৈশাখে আমি থাকবো না
এই যাযাবর শহরে …