ছন্ন ছাড়া বন্য জীবন
ইট পাথরের বালাই নাই
অন্য রকম শাসন সেথায়
তোমার তো ভাই জানা নাই।
ভালোবাসা প্রাণে তাদের
ভণ্ডামিতে মাতে না
ষণ্ডামিটা তোমরা করো
বন্য প্রাণির ধাঁচে না।
ভবিষ্যতের চিন্তা করে
করছো যত লড়াই টা
স্বার্থপর আমরা মানুষ
কীসের এতো বড়াই টা।
বনের মাঝে শীতল বাতাস
মনের তাদের মায়া
সুযোগ পেলেই হয়না পশু
আছে তাদের হায়া।
ওরা তো ভাই মানুষ নয়
নাহোক, সেটাই ভালো
মানুষ হয়ে কয়টা কাজে পারছি জালতে আলো?