মা দিয়েছে জন্ম আমায়
মুখে মধুর বুলি
মাটি তো দেয় ফুল-ফসলে
ভরিয়ে আমার ঝুলি ।
দেশ দিয়েছে পতাকা আর
জন্ম পরিচয়
মা-মাটি আর দেশকে নিয়ে
আমরা তো নির্ভয় ।
মা কে নিয়েই জীবন কাটে
এ মাটিতেই বাস
দেশকে নিয়ে স্বপ্ন দেখি
বাঁচি বারোমাস ।
মা-মাটি-দেশ তোমার -আমার
সবচেয়ে বেশি প্রিয়
বিজয় দিনে তাদের , আমার
ভালোবাসা দিও ।
(রকিবুল হাসান বুলবুল, জন্ম: ২৫ জুলাই ১৯৫৫ খ্রি। মৃত্যু: ১৬ মার্চ ২০১৮ খ্রি)