কানামাছির কালো কাপড়ে মোড়ানো মানুষের
মৌন মিছিলের সাথে বন্দুক মিছিলের ইউনিফর্ম
হেঁটে যায় আস্তানায়।
আরৎদারের আঁচরে আঁচড়ে পড়া সারিবদ্ধ
লাশের গুদামে রুদ্ধ হয় মুক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর।
উল্লাসিত হায়েনার নিপীড়িত তমাশায়
বাকরুদ্ধ খাদিজা, রুনীনা;
ক্ষতের কাতরতায় বীর মাতার আহাজারি।
অতঃপর আমজনতা, সাত কোটি স্লোগান
মুক্তি
মুক্তি
মুক্তি
চৌদ্দ কোটি মুষ্টির ভয়াবহ বিদ্রোহে
নিভে যায় শেষ প্রদীপ—পাকবাহিনীর।
জয় বাঙলা জয় বাঙলা ধ্বনির মুখরিত উল্লাসে
পূর্ব দিগন্তবিস্তৃত বিজয়ের রক্তিম সূর্য।।