আমি পাগল হবো, মাতাল হবো, একদিন স্বাধীন হবো—ই হবো।
পারবেনা কেহ আপন হতে, চাইবে না আর কাছে পেতে
আমি পাখি হবো, উড়াল দেব ঐ আকাশ ফুড়ে
জরাজীর্ণ এ পৃথিবীকে দেখবনা আর আপন করে।
গাইব আমি স্বার্থের গান, আমি বাউল হবো।
থাকবেনা কো পিছুটান, সন্ন্যাসী জিবন বেছে নেব।
হবোই আমি! ঘর ছাড়া এক পথিক হবো।
যাযাবরের জীবন মত হাসি মুখে মেনে নেব।
আমার আমিকে খুন করে, জীবন থেকে পলাতক হবো।
আমি খুনি হবো। আমার জন্য আমি ভীতি হবো।
শৃঙ্খলার বেড়ি ছিড়ে আমি উচ্ছৃঙ্খল হবো।
আমি মন খুলে হাসব।
হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দেব।
দৃষ্টির সীমানায় চলে যাব। প্রাণ ভরে নিঃশ্বাস নেব।
পিছুটান, মান-অভিমান সব ঝেড়ে ফেলে,
আমি বন্য হবো, আমি অনন্য হবো।
নিত্য নিয়ম থেকে মুক্তি নেব, আমি এক অন্য আমি হবো।