মুজিব শুধু ড্রেসে নয়
মার্কায়ও নয় সে
মুজিব মানে জানে কেউ
কলি যুগে এসে??
মুজিব মানে নীলকণ্ঠ
মুজিব মানে ত্যাগ
কে বোঝাবে আজকে
মুজিব পদ্মরাগ?
পদ বাগিয়ে লাখপতি
কোটি পরের মাস
তার কাছে শিখতে হবে
মুজিব মানে বিশ্বাস??
ক্যাডার পাহারায় ক্যাম্পাসে
মুজিব মুজিব করো
মুজিব মানে একলা চলা
সেটা দেখাইতে পারো??
চেয়্যারম্যান হয়েই যাও ভুলে
এলাকার ভাইব্রাদার
এমপি, মন্ত্রীর দেখা পাওয়াই
ঐতিহাসিক ব্যাপার!!