যদি কখনো মুকের কতা
শুনবার মন চায়
তুই ফাগুন চৈতের কুকিলের ডাক শুনি নেইশ,
মুই কুকিলের গালাত মোর
মনের না কওয়া কতা গুলা কইম।
যদি কখনো মোর গালাত গান
শুনবার মোনায়,
তুই ঝড়ির গোড়ত শুনি নেইস,
মুই চউকের পানি দিয়া
ঝড়ি বানাইম।
যদি কখনো মোক ভালোবাসার জন্যে
তোর মনত তিয়াস নাগে
তা হইলে তুই দেওয়াক ভালোবাসা দেইস।
মুই নীলা দেওয়া হয়া
তোর ভালোবাসা নিম।