মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

রক্তের বিনিময়ে 

এস আই শিমুল

১৬ ডিসেম্বর, ২০২২ , ৪:০৯ অপরাহ্ণ

রক্তের বিনিময়ে 

আমি দেখিনি ৭১

দেখিনি নগ্ন এ উপত্যকা। 

ধর্ষিতার আর্তচিৎকার আর 

ছেলে হারা মায়ের বুক ফাটা কান্নায়

যখন সন্ধ্যা নেমেছিল এ পথে।

দেখিনি ক্ষত বিক্ষত মানচিত্র, 

রক্তাত্ব এ পতাকা। 

শিমুল, পলাশের রক্তিম রঙে 

শবের স্তূপ উপচিয়ে, অতঃপর! 

বাতাসে ভেসেছিল কৃষ্ণচূড়ার হাসি। 

আমি রক্তে রঞ্জিত এ বাংলা দেখিনি 

যাদের ত্যাগে নব দিগন্তে সূর্য উঠেছিল, 

যারা এ মাটি আঁকড়ে বলেছিল

মাগো তোমায় ভালোবাসি। 

সেই রক্তাক্ত ৭১,আমি দেখিনি

তবুও অনুভব করেছি, 

বিক্ষত মানচিত্রের ভয়াল রাত্রি 

আর নির্মমতার লেশ। 

তবুও আজ বিজয়ের  হাসি হাসছি আমি,

পেয়ে এই সোনার বাংলাদেশ।