একাত্তরের সাত মার্চে
শেখ মুজিবের ভাষণে
কাঁপন ধরে স্বৈরাচারী
পাকিস্তানী শাসনে।
পাকিস্তানের শাসকে তাই
আঁকে সেদিন ফন্দি
মধ্যরাতে শেখ মুজিবকে
করল ওরা বন্দি!
ট্যাংক-কামান আর যুদ্ধযানে
সাজায় রাতে বহর
বুলেট বোমায় জেগে ওঠে
ঘুমের ঢাকা শহর।
পাকিস্তানী হায়নাগুলি
অন্ধকারে চালায় গুলি
পঁচিশে মার্চ রাতে
প্রতিবাদে বীর বাঙালি
অস্ত্র নিলো হাতে।
দেশটাজুড়ে ন’মাস ব্যাপী
তুমুল সে এক লড়াই
বীর বাঙালি থামিয়ে দিলো
পাকিস্তানের বড়াই ।
শেখ মুজিবের এক ভাষণে
আগুন জ্বলে পাক শাসনে-
যুদ্ধ বীরের বেশে
বিজয় অবশেষে ।