মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

শেখ রাসেল

মুগ্ধতা.কম

১৯ মার্চ, ২০২৩ , ৭:৩০ অপরাহ্ণ

শেখ রাসেল-মজনুর রহমান

সবাই বড় হয়ে যায়। আপনি শুধু শিশুই রয়ে গেলেন। আপনার কয়েক দশক পরে জন্ম নিয়েও আমরা বয়েসে আপনার চেয়ে বড় হয়ে গেলাম। দেশ ও দশের জন্যে কত মুণ্ডুপাত করলাম। আপনাদের জন্য সত্য-মিথ্যায় মেশানো শোক প্রকাশ করলাম। তারপর বুড়ো হয়ে মরতেও চলেছি। তবু হাসিমুখে আপনি শিশুই থেকে গেলেন!