রক্তে কেনা এদেশ আমার
গেছে লাখো প্রাণ,
তাঁরা সবাই সোনার দেশের
গর্বিত সন্তান।
কত রক্ত বহে গেছে
নদী পুকুর জলে,
কত সম্ভ্রম কত ত্যাগে
মুক্তির বীজ ফলে।
এমনি এমনি পাইনি এদেশ
করেছি সংগ্রাম,
হারিয়েছি শহর-বন্দর
আরও কত গ্রাম।
যাঁদের ত্যাগে দেশ পেয়েছি
পেয়েছি পতাকা,
উর্বরা এই লাল সবুজে
তাঁদের ছবি আঁকা।
দান-অবদান সবই তাঁদের
নম্র চিত্তে স্মরি,
সোনার মানুষ সেই বীরদের
শ্রদ্ধা যেন করি।