মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

সাত মার্চ’র বঙ্গবন্ধু

মুগ্ধতা.কম

১৯ মার্চ, ২০২৩ , ৭:৩৮ অপরাহ্ণ

সাত মার্চ’র বঙ্গবন্ধু

স্বাধীনতার ডাক দিল কে 

কোন সে মহান নেতা

যার ডাকেতে যুদ্ধ হ’ল

ভুলিনি তার কথা।

যার ডাকেতে দেশবাসী

অস্ত্র হাতে নেয়

যুদ্ধ করে বীর জনতা

রক্ত বুকের দেয়।

সেই নেতাটি আর কেউ নয়

বঙ্গবন্ধু নাম

বিশ্বজুড়ে ছড়িয়ে আছে 

মুজিবের সুনাম।