রক্তে কেনা স্বদেশ আমার
লাশের মিছিল রাজপথে
বোনের সম্ভ্রম মায়ের অশ্রু
আজো পীড়া দেয় বুকটাতে
কণ্ঠ রোধের শত চেষ্টাও
পারেনি রুখতে বাঙালির
বুলেটের আঘাতে ছিদ্র হৃদয়ে
লড়ে গেছে কভু দমেনি
আকাশ বাতাস হাহাকার করে
আত্মচিৎকার চারিধার
শেয়াল কুকুরে লাশ ছিড়ে খায়
যায়কি এসব ভুলিবার
কি করে পারি বিজাতি ঐ
হায়নাদের ক্ষমা করতে
মনুষ্যত্বহীন নরপশু ওরা
ক্ষমা নয় কোনো শর্তে
ছিলো একাত্তরে এখনো আছে
দূষিত রক্তধারা
ধর্মের নামে বিধর্মী কাজে
লিপ্ত সারাবেলা
লাল সবুজের পতাকা দেখে
আজো ওরা গালি দেয়
ওদের চাঁদ তাঁরা মাথায় বাঁধে
কোন সে কুলাঙ্গার হায়!
এসো বাঙালি প্রতিরোধ গড়ি
চেতনায় একাত্তর
ত্রিশ লক্ষ আত্মারা কাঁদে
পিতা হারা পঁচাত্তর
স্বদেশী রক্ত টগবগ করে
মাটিরা কষ্ট পায়
পায়ের তলায় বর্ণমালা
শহীদরা লজ্জা পায়।